নীলফামারীর সৈয়দপুরে বেপরোয়া চাঁদাবাজির প্রতিবাদে গত তিন দিন ধরে মাছ বাজার বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা। অব্যাহত এই চাঁদাবাজি ও হয়রানির প্রতিকার চেয়ে রোববার (১১ জানুয়ারি) দুপুরে শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কয়েকশ মাছ ব্যবসায়ী।
ব্যবসায়ীদের অভিযোগ, উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র সৈয়দপুরের মাছ বাজারে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ট্রাকযোগে বিপুল পরিমাণ মাছ আসে। গত কয়েক দিন ধরে ওকার (৩৬) নামে এক যুবক প্রতিটি দোকান থেকে দৈনিক ৪০-৫০ টাকা করে চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকার করলে ব্যবসায়ীদের মারধর, নিক্তি ও দাঁড়িপাল্লা কেড়ে নেওয়া এবং রাতে দোকান ভেঙে মালামাল লুটের হুমকি দেওয়া হচ্ছে। এই অবস্থায় জানমালের নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা গত তিন দিন ধরে সব ধরনের কেনাবেচা বন্ধ রাখেন। ফলে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন।
রোববার দুপুরে ব্যবসায়ীরা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় ‘পাঁচমাথা মোড়ে’ এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি নওশাদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আলটিমেটাম দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত চাঁদাবাজ ওকারকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় মাছ ব্যবসায়ীদের পাশাপাশি মুরগি, মাংস ও সবজি ব্যবসায়ীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশ চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত হন বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি এবং থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা দ্রুততম সময়ের মধ্যে চাঁদাবাজকে আইনের আওতায় আনার এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো আশ্বাস দেন। প্রশাসনের এই আশ্বাসের প্রেক্ষিতে ব্যবসায়ীরা সাময়িকভাবে তাদের ধর্মঘট প্রত্যাহার করে পুনরায় বাজারে ফেরার ঘোষণা দেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments