Image description

ঢাকার ধামরাইয়ে ৪৭ গ্রাম হেরোইনসহ খোরশেদ আলম (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত এই মাদকের বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা বলে জানা গেছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খোরশেদ আলম নীলফামারী জেলার ডোমার থানার পূর্ব বগা বাড়ি এলাকার মৃত সরদ আলীর ছেলে। তিনি বর্তমানে ধামরাই পৌরসভার সারু হিজরার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম কাউসার সুলতানের নেতৃত্বে একটি আভিযানিক দল ইসলামপুর এলাকায় অবস্থান নেয়। মুন্নু হাইওয়ে রেস্টুরেন্টের সামনে খোরশেদ আলমের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এসআই কাউসার সুলতান বলেন, "ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় হেরোইনসহ খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"

মাদকের বিরুদ্ধে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

মানবকণ্ঠ/ডিআর