Image description

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পৃথক পৃথক অভিযানে যুবলীগ নেতা, ভিসা প্রতারক ও অনলাইন জুয়াড়িসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য হুমায়ুন কবির (৫৩)। তিনি দক্ষিণ রাজীব হাজীপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। শনিবার রাতে কিশোরগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, সাইবার অপরাধ ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন- নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে ভিসা প্রতারক আবু আলম (২০), একই গ্রামের আবেদ আলীর ছেলে অনলাইন জুয়াড়ি লাল মিয়া (২১)। এছাড়া সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ডাকুপাড়া গ্রাম থেকে অনলাইন জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার করা হয় ওমর আলীর ছেলে বুলবুল মিয়া (৪৫) ও গফফার মিয়া (৩২), আইনুল হকের ছেলে মঞ্জুরুল (২২) এবং আবুল সামাদের ছেলে সেলিমকে (২২)।

অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই কাজী রিপন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোন যাচাই-বাছাই করে ১ জনের মোবাইলে ভিসা সংক্রান্ত জালিয়াতি এবং ৫ জনের মোবাইলে অবৈধ অনলাইন জুয়া খেলার সুনির্দিষ্ট আলামত পাওয়া গেছে।

কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর