Image description

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে দ্রুত ও বেপরোয়া গতির মোটরসাইকেলের চাপায় ফজল শেখ (৭০) নামে এক বৃদ্ধ আলু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার নূর কোল্ড স্টোরেজের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফজল শেখ মুন্সীগঞ্জ সদর উপজেলার রামসিং গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন আলু ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আলু ব্যবসার কাজে ফজল শেখ সকাল থেকেই নূর কোল্ড স্টোরেজে অবস্থান করছিলেন। দুপুরে তিনি হিমাগারের সামনের রাস্তা পার হয়ে ওপাশের একটি দোকান থেকে চা পান করেন। চা শেষে পুনরায় হিমাগারে ফেরার জন্য রাস্তা পার হওয়ার সময় টঙ্গিবাড়ী বাজার থেকে দিঘিরপাড়গামী একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে সজোরে চাপা দেয়। এতে তার দুই পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

খবর পেয়ে টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজল শেখকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ঘাতক মোটরসাইকেল চালক মো. আব্দুল্লাহ মোল্লাকে (১৮) আটক করেছে পুলিশ। সে উপজেলার দিঘীরপাড় গ্রামের আনোয়ার মোল্লার ছেলে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, "দুর্ঘটনার পর চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ সুরতহাল শেষে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার এ বিষয়ে কোনো অভিযোগ করতে চাইছে না। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

মানবকণ্ঠ/ডিআর