Image description

গাজীপুরের টঙ্গীতে পুলিশের এক বিশেষ অভিযানে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আব্দুল্লাহ আল মামুন ওরফে রতন (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে টঙ্গী পূর্ব থানার পুলিশ মরকুন ও পূর্ব আরিচপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মামুন লালমনিরহাট সদর উপজেলার খোটামারা কোরামারি গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। তিনি বর্তমানে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মরকুন এলাকায় অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব আরিচপুর এলাকায় সাবেক কাউন্সিলর শাহ আলম রিপনের বাড়ির একটি কক্ষের সিলিং তল্লাশি করা হয়। সেখান থেকে একটি সচল ম্যাগাজিন ও অত্যাধুনিক ইউএসএ ব্র্যান্ডের পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলের বডিতে 'MI911 AI U.S ARMY' লেখা খোদাই করা রয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মহিউদ্দিন আহমেদ বলেন, "আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় এই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে।"

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মামুনের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। এই অস্ত্রের উৎস কী এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খুঁজে বের করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর