Image description

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে বিদেশ থেকে উন্নতমানের মেশিন এনে নিজ ঘরে ইয়াবা তৈরির কারখানা গড়ে তুলেছিলেন এক যুবক। পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে বিপুল পরিমাণ ইয়াবা, আইস, তৈরির মেশিন ও সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম ফিরোজ (৩৭)। তিনি ঢাকার বাসাবো এলাকার আবু তাহেরের ছেলে। গত ৫ বছর ধরে তিনি টঙ্গিবাড়ী উপজেলার দক্ষিণ বেতকা গ্রামে তার খালু রশীদ ঢালীর বাড়িতে অবস্থান করে এই মাদক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ বেতকা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ফিরোজের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম ‘আইস’ (ক্রিস্টাল মেথ), একটি আধুনিক ইয়াবা তৈরির মেশিন এবং বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য (কেমিক্যাল) উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ দীর্ঘ ১০ বছর ধরে ঢাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ায় বছর পাঁচেক আগে তিনি মুন্সীগঞ্জে আত্মগোপন করেন। গত ৬-৭ মাস আগে তিনি হঠাৎ হংকং পাড়ি জমান। সেখান থেকেই সুকৌশলে ইয়াবা তৈরির মেশিন ও কারিগরি বিদ্যা নিয়ে দেশে ফেরেন। এরপর খালুর বাড়ির একটি পাকা ভবনের ভেতরে গোপনে কারখানা স্থাপন করে মাদক উৎপাদন শুরু করেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিদেশ থেকে কাঁচামাল আনতেন এবং উৎপাদিত ইয়াবা দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করতেন।

টঙ্গিবাড়ী থানার সেকেন্ড অফিসার রবিউল ইসলাম জানান, “আটক ফিরোজ জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তিনি হংকং থেকে ইয়াবা তৈরির সরঞ্জাম ও কেমিক্যাল এনেছেন। মাত্র কয়েকদিন হলো উৎপাদন শুরু করে বিক্রির চেষ্টা চালাচ্ছিলেন তিনি। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মাদক মামলা রয়েছে।”

তিনি আরও জানান, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর