Image description

বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে চট্টগ্রামের রাউজানে ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা, বিপ্লবী অগ্রনায়ক মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত হয়েছে। ১৯৩৪ সালের ১২ জানুয়ারি মধ্যরাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তৎকালীন ব্রিটিশ শাসকরা তাকে ফাঁসি দিয়েছিল।

সোমবার (১২ জানুয়ারি) সূর্যসেনের শৈশব স্মৃতিবিজড়িত জন্মস্থান রাউজানের নোয়াপাড়ার সূর্যসেন পল্লী এবং উপজেলা সদরের মুন্সিরঘাটাস্থ সূর্যসেন চত্বরে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ ও স্মরণসভার মাধ্যমে বিপ্লবীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বিকেলে নোয়াপাড়া সূর্যসেন পল্লীতে সূর্যসেনের বাস্তুভিটার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির উদ্দীন তালুকদার। এ সময় বিজ্ঞান চেতনা পাঠাগারের প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম বাবু এবং গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের নির্বাহী সমন্বয়কারী মোরশেদ আলম উপস্থিত ছিলেন।

রাউজান প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, বর্তমান সভাপতি প্রদীপ শীল, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি জয়নাল আবেদীন জুবায়ের, সহ-সভাপতি এম কামাল উদ্দিন এবং যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন সাজ্জাদ।

এর আগে সকালে মুন্সিরঘাটাস্থ মাস্টারদা সূর্যসেন কমপ্লেক্স চত্বরে বিপ্লবীর আবক্ষ ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করে মাস্টারদা সূর্যসেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ। এতে উপস্থিত ছিলেন রাউজান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ও পৌর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ত্রিফল চৌধুরী, সহ-সভাপতি তপন চৌধুরী (মনু), উপদেষ্টা অরুণ কুমার বিশ্বাস, অর্থ সম্পাদক গোকুল চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া মাস্টারদা সূর্যসেন কিন্ডারগার্টেন স্কুল ও বিভিন্ন স্থানীয় সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা মাস্টারদা সূর্যসেনের ফাঁসি কার্যকরের দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালন এবং পাঠ্যপুস্তকে ‘চট্টগ্রাম যুব বিদ্রোহের’ ইতিহাস বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।

তারা বলেন, “বিপ্লবীদের মহান আত্মত্যাগের ফলেই আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তরুণ প্রজন্মের কাছে এই বীরত্বগাথা ইতিহাস এখনো অনেকটা অজানা। বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সূর্যসেন, প্রীতিলতা ও তারকেশ্বর দস্তিদারের আদর্শকে সামনে আনতে হবে।”

উল্লেখ্য, মাস্টারদা সূর্যসেন ১৮৯৪ সালের ২২ মার্চ রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার জন্মভূমিতে বর্তমানে সূর্যসেন মা ও শিশু কল্যাণ কেন্দ্র, স্মৃতিসৌধ এবং পাঠাগারসহ নানা স্থাপনা গড়ে তোলা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর