সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজকে আধুনিক ও আদর্শ প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার সৈয়দ শাফকাত আহমেদের
হবিগঞ্জের মাধবপুরের ঐতিহ্যবাহী সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজকে একটি আধুনিক, আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনির্বাচিত কলেজ গভর্নিং বডির সভাপতি এবং সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত ‘পিঠা উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
সৈয়দ শাফকাত আহমেদ বলেন, "সুপরিকল্পিত ও সময়োপযোগী কর্মসূচির মাধ্যমে এই কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের লক্ষ্য হবে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা।"
তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে কলেজের বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতা সম্পর্কে অবগত হয়েছেন। পর্যায়ক্রমে এসব সমস্যার টেকসই সমাধান করা হবে। বিশেষ করে আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থী যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার আশ্বাস দেন তিনি।
বক্তব্যের এক পর্যায়ে আসন্ন ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল একজন সৎ ও যোগ্য ব্যক্তি। তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত হবে। এ সময় তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, অধ্যাপক মঈন উদ্দিন, মাধবপুর পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান, সাধারণ সম্পাদক আলা উদ্দিন আল রনি এবং কলেজ গভর্নিং বডির সদস্য হাজী ফিরোজ প্রমুখ।
পিঠা উৎসব উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গ্রামীণ ঐতিহ্যের হরেক রকমের পিঠার স্টল সাজিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নেন। অতিথিরা পিঠা উৎসবের প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দেশীয় সংস্কৃতির প্রতি অনুরাগী করে তুলবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments