সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ সেই অস্ত্রধারী সোহাগ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড এলাকায় প্রকাশ্যে পিস্তল হাতে গুলি বর্ষণ করে দেশজুড়ে আলোচনায় আসা সোহাগকে (৩৪) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে কদমতলী এলাকা থেকে দুই সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়। প্রায় ১০ মাস আত্মগোপনে থাকার পর অবশেষে ধরা পড়ল।
গ্রেপ্তারকৃত অন্য দুজন হলেন- আবদুল জলিল (৩২) ও মো. পারভেজ (২৫)। অভিযানের সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৬ মার্চ আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। ওই সময় সোহাগকে প্রকাশ্যে পিস্তল হাতে গুলি ছুঁড়তে দেখা যায়, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ওই ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকের সময় তারা মাদকাসক্ত অবস্থায় ছিলেন। সোহাগের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
ওসি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে ভাইরালে দেখা যাওয়া ওই অস্ত্রের সন্ধানে সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। অস্ত্র উদ্ধার করা সম্ভব হলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি নতুন মামলা দায়ের করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments