খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা এলাকায় রাজু হাওলাদার (৩৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিশান্তা বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহিত রাজু হাওলাদার বানিশান্তা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। তিনি ওই ইউনিয়নের মৃত শাহ আলম হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দীর্ঘ সময় রাজু হাওলাদারের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে রাজুকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে তারা পুলিশে খবর দেন। দাকোপ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দাকোপ থানার পরিদর্শক (ওসি-তদন্ত) প্রকাশ বোস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments