টঙ্গীবাড়ীতে আগুনে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে সরকারি সহায়তা প্রদান
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কাইচমালধা গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে পরিবারগুলো তাদের মাথা গোঁজার ঠাঁইসহ নিত্যপ্রয়োজনীয় সব আসবাবপত্র হারিয়ে মানবেতর জীবনযাপন করছিল। ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে সহায়তার ব্যবস্থা নেয়।
সহায়তার অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এক প্রতিবন্ধী ব্যক্তিকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সহায়তা বিতরণকালে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতি অপূরণীয়। তবে সরকার ও প্রশাসন সবসময় বিপদে পড়া মানুষের পাশে রয়েছে। পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে আমাদের এই সহায়তা অব্যাহত থাকবে।”
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতব্বর, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আকস্মিক বিপদে প্রশাসনের এমন দ্রুত সাড়াও সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments