শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নে বসতঘরের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত আরও এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (গতকাল) রাত নয়টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন জনে।
নিহত তরুণের নাম নয়ন মোল্লা (২০)। তিনি জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামের জয়নাল মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার ভোরে মুলাই ব্যাপারীকান্দি গ্রামে একটি নতুন নির্মিত বসতঘরের ভেতরে ককটেল তৈরি করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সোহান ব্যাপারী (৩২) নামে এক ব্যক্তি নিহত হন। পরে তাঁর রক্তাক্ত মরদেহ পাশের সাতঘরিয়া এলাকার একটি ফসলি জমিতে পড়ে থাকতে দেখা যায়।
বিস্ফোরণে গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে ঢাকায় পাঠানো হয়। তাঁদের মধ্যে নবীন হোসেন ওই দিন বিকেলেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর আহত নয়ন মোল্লাকে প্রথমে একই হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে পুলিশি হেফাজতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “চিকিৎসাধীন অবস্থায় আরও এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট তিনজন নিহত হয়েছেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
নিহত তিনজন হলেন— মুলাই ব্যাপারীকান্দি গ্রামের জয়নাল মোল্লার ছেলে নয়ন মোল্লা, চেরাগআলী ব্যাপারীকান্দি গ্রামের রহিম সরদারের ছেলে নবীন হোসেন এবং দেলোয়ার হোসেন ব্যাপারীর ছেলে সোহান ব্যাপারী।
স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বিলাশপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য ও রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও তাঁর প্রতিদ্বন্দ্বী আবদুল জলিল মাদবরের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। কুদ্দুস ব্যাপারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং আবদুল জলিল মাদবর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য।
বিস্ফোরণের ঘটনাটি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর বাড়ির পাশের তাঁর এক চাচাতো ভাইয়ের ঘরে সংঘটিত হয়। নিহত ও আহতরা কুদ্দুস ব্যাপারীর সমর্থক বলে জানিয়েছেন স্থানীয় একাধিক ব্যক্তি।
এ ঘটনায় জাজিরা থানার উপপরিদর্শক আবুল কালাম বাদী হয়ে বিস্ফোরক আইনে ৫৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ পর্যন্ত মামলার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার পর গত শনিবার ও সোমবার এলাকায় পুলিশ, সেনাবাহিনী, সেনাবাহিনীর ডগ স্কোয়াড এবং পুলিশের অ্যান্টিটেররিজম বোম্ব ডিসপোজাল ইউনিট যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। দুই দিনের অভিযানে বিপুলসংখ্যক ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।




Comments