পটুয়াখালীর বাউফলে ধান কাটার পাওনা মজুরি চাওয়াকে কেন্দ্র করে হাসান মৃধা (২০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছেন তার বাবা ও মা-ও।
বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সূর্যমণি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শানেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসান মৃধা তার ধান কাটার মজুরি বাবদ প্রতিবেশী বাচ্চু হাওলাদারের কাছে ১ হাজার টাকা পাওনা ছিলেন। বুধবার সন্ধ্যায় ওই টাকা চাইতে গেলে হাসানের সঙ্গে বাচ্চু হাওলাদারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাচ্চু ও তার ভাই মনির ক্ষিপ্ত হয়ে হাসানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় হাসানের বাবা সোহাগ মৃধা ও মা ফাতেমা বেগম তাকে উদ্ধার করতে এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরজাহান বেগম জানান, আহতদের মধ্যে হাসানের মাথায় গুরুতর জখম রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত বাবা-মা বর্তমানে বাউফল হাসপাতালেই চিকিৎসাধীন।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মনির জানান, হাসানের সঙ্গে পাওনা টাকার বিষয়টি আগেই নিষ্পত্তি হয়েছে। তার দাবি, হাসান একজন মাদকাসক্ত ব্যক্তি। বড় ভাইয়ের কাছে টাকা না পেয়ে সে গালিগালাজ শুরু করলে এই হাতাহাতির ঘটনা ঘটে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, বিষয়টি এখনো পুলিশকে কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments