Image description

খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামার এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশের গাছ থেকে মরিয়ম (৪০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কাস্টম গলি এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মরিয়ম নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে। তার একটি কন্যা সন্তান রয়েছে।

মৃতের মা পারুল বেগম জানান, গত বুধবার বিকেলে মরিয়ম বাড়ি থেকে নিরালা মোড়ে যাওয়ার কথা বলে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। রাতে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে তারা মেয়ের মৃত্যুর খবর জানতে পারেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর ১২টার দিকে কাস্টম গলির একটি পরিত্যক্ত বাড়ির পাশের গাছে এক নারীর মরদেহ ঝুলতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

মানবকণ্ঠ/ডিআর