Image description

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দেলোয়ারা ওরফে দুলালী বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে সাভারের নবীনগর সংলগ্ন জয়নাবাড়ি এলাকা থেকে ঘাতক বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জ উপজেলার গড়গ্রাম ইউনিয়নের জুম্মাপাড়া তেলিপাড়া গ্রামের মৃত ইসমাইলের ছেলে এরশাদ আলী (৪৫) এবং তার ছেলে সজীব (২২)। তারা নিহত বৃদ্ধার প্রতিবেশী।

র‍্যাব সূত্রে জানা গেছে, নীলফামারী র‍্যাব-১৩ (সিপিসি-২) এবং সাভারের র‍্যাব-৪ (সিপিসি-২) এর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে সাভারের জয়নাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৯ জানুয়ারি বিকেলে নিজ বসতবাড়ির আঙিনায় দুলালী বেগমকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে ঘাতকরা পালিয়ে যায়। এই ঘটনায় পরের দিন ১০ জানুয়ারি নিহতের ভাই হাফিজুল ইসলাম বাদী হয়ে প্রতিবেশী এরশাদ আলী ও সজীবকে আসামি করে কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৯) দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে ছিল।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা নিহতের প্রতিবেশী। তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। হত্যার সঠিক কারণ উদঘাটনে রিমান্ড আবেদনসহ নিবিড় তদন্ত চালানো হবে।

নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে। নিহতের পরিবার ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

মানবকণ্ঠ/ডিআর