Image description

রাঙ্গামাটি শহরের আসামবস্তি-কাপ্তাই সড়কে কাঠবোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে মগবান ইউনিয়নের কামিলাছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মগবান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামিলাছড়ির বাসিন্দা সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। আহত শ্রমিকের নাম বিনয় চাকমা (৩৫)। হতাহতরা সবাই একই এলাকার বাসিন্দা এবং ওই ট্রাকে কাঠ লোড-আনলোডের শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে গাছ বোঝাই মিনি পিকআপটি আসামবস্তি-কাপ্তাই সড়কের একটি ঢালু রাস্তা দিয়ে উপরে ওঠার চেষ্টা করছিল। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ পিছনের দিকে গড়িয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা তিন শ্রমিক নিচে চাপা পড়েন।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদেক চাকমা ও মিলন চাকমাকে মৃত ঘোষণা করেন। আহত বিনয় চাকমা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর খান জানান, রাতে দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বর্তমানে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মানবকণ্ঠ/ডিআর