আগৈলঝাড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিকলীগ সদস্য গ্রেপ্তার
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশি অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় রাজীহার ইউনিয়ন শ্রমিকলীগের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার রাজিহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ওই সদস্যের নাম মো. সাহারুল হাওলাদার (২৫)। তিনি রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের মো. রুমিজ হাওলাদারের ছেলে এবং ইউনিয়ন শ্রমিকলীগের একজন সক্রিয় সদস্য।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। সাহারুলের বিরুদ্ধে উপজেলা কৃষকদলের সদস্য শিকদার আশরাফুল ইসলামের করা একটি চাঁদাবাজির মামলা রয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলেই সাহারুল হাওলাদারকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ অব্যাহত থাকবে বলে জানা গেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments