শ্রীপুরে জেলের জালে মাছের বদলে উঠে এলো ৭ ককটেল: এলাকায় আতঙ্ক
গাজীপুরের শ্রীপুর পৌরসভা এলাকায় মাছ ধরার সময় জেলের জালে ৭টি ককটেল উঠে আসার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার মাওনা পিয়ার আলী কলেজ সংলগ্ন একটি পুকুর থেকে ককটেলগুলো উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় জেলে জাহাঙ্গীর আলম জানান, সকালে তিনিসহ তিন মাছ ব্যবসায়ী পিয়ার আলী কলেজের পাশের একটি পুকুরে জাল ফেলেন। জাল টেনে তীরের কাছে আনার পর দেখা যায়, মাছের সঙ্গে একটি ভারী ব্যাগ জালে আটকে আছে। ব্যাগটি খুলে দেখা যায়, ভেতরে ইট দিয়ে বাঁধা অবস্থায় ককটেল সদৃশ কয়েকটি বস্তু রয়েছে। আতঙ্কিত হয়ে জেলেরা তাৎক্ষণিক ‘৯৯৯’-এ কল করে বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তার স্বার্থে পুকুর পাড়ের একটি নির্দিষ্ট অংশ ফিতা দিয়ে ঘিরে ফেলা হয়। পরে সাভারের ৯ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগ থেকে ৭টি তাজা ককটেল উদ্ধার করেন।
পুকুর থেকে ককটেল উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমে। জনবহুল এলাকায় পুকুরের ভেতর থেকে এভাবে বিস্ফোরক পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "জেলেরা জাল টানার সময় ইটে মোড়ানো ব্যাগভর্তি ককটেলগুলো পায়। উদ্ধারকৃত ককটেলগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী এগুলো নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও জানান, কারা এবং কী উদ্দেশ্যে এই ককটেলগুলো ব্যাগে ভরে পুকুরে ফেলে গেছে, তা গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments