Image description

সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের মাত্র তিন দিনের মাথায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মানিক মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ১৮ বছর (দেড় যুগ) পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন তিনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তাড়াশ থানা পুলিশ। সাজাপ্রাপ্ত মানিক মিয়া সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামের ছহির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৮ সালে মালিহা খাতুন (২০) নামে এক তরুণীর সঙ্গে মানিক মিয়ার বিয়ে হয়। কিন্তু বিয়ের মাত্র তিন দিনের মাথায় মানিক মিয়া তার নববধূর ওপর পরকীয়ার সন্দেহ করেন এবং তাকে নৃশংসভাবে হত্যা করে এলাকা থেকে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের পরিবার তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ২০১৪ সালে আদালত মানিক মিয়ার অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই মানিক মিয়া পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। দীর্ঘ দেড় যুগ পর ঘাতক স্বামী গ্রেপ্তার হওয়ায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে সন্তুষ্টি দেখা গেছে।

মানবকণ্ঠ/ডিআর