Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো প্রকার শঙ্কার অবকাশ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) শফিকুল আলম। তিনি দাবি করেন, এযাবৎকালের সব নির্বাচনের চেয়ে এটি হবে সবচেয়ে সুষ্ঠু, নিরপেক্ষ ও শ্রেষ্ঠ নির্বাচন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো চাপ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “নির্বাচন নিয়ে কোনো আন্তর্জাতিক চাপ নেই। আওয়ামী লীগকে ভোটে আনার জন্য আমাদের কেউ বলছে না। তারা কি ক্ষমা চেয়েছে? সারা পৃথিবী জানে তারা গুম ও খুনের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তাদের সমর্থকরা ভোটার হিসেবে এবার ভোট দিতে পারবেন।”

গণভোট নিয়ে সমালোচনার জবাবে শফিকুল আলম বলেন, যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম। তিনি বলেন, “সারা বিশ্বেই সরকার গণভোটে পক্ষ নেয়। আমরা সংস্কারের পক্ষে। দেশে গত ১৫ বছরের অপশাসন দূর করতে হবে। শেখ হাসিনার মতো আর যেন কোনো ‘দৈত্য-দানব’ সৃষ্টি না হয়, সেজন্য আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে বলছি। ব্যাংক লুটপাট ও চুরির সংস্কৃতি বন্ধ করতে হলে এই ব্যবস্থার সংস্কার জরুরি।”

নির্বাচন নিয়ে অস্থিরতার খবর উড়িয়ে দিয়ে তিনি বলেন, “ইউটিউব এবং টিকটকে কিছু লোক ভিউ বাড়ানোর জন্য নির্বাচনের শঙ্কা নিয়ে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। এসব শঙ্কার কোনো বাস্তব ভিত্তি নেই।”

এর আগে সকালে শফিকুল আলম আখাউড়ায় হযরত সৈয়দ আহম্মদ গেছুদারাজ (র.) কল্লা শহীদ রহ. এর মাজার জিয়ারত করেন। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, বিগত সরকার দেশের ব্যাংকগুলো চুষে খেয়ে গেছে। বর্তমান সরকার সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ার দায়িত্ব নিয়েছে।

আখাউড়ায় অবস্থানকালে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাভেদ-উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কপিল উদ্দিন মাহমুদসহ মাজার কমিটির নেতৃবৃন্দ।

বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাতসহ স্থানীয় সিনিয়র সাংবাদিকবৃন্দ।

মানবকণ্ঠ/ডিআর