Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে যৌথবাহিনী। 

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছে।

বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এবং সোনাপুর বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সড়কে চলাচলকারী মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাস থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গে থাকা ব্যাগ ও মালামাল তল্লাশি করেন যৌথবাহিনীর সদস্যরা।

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ বলেন, “সালথা এলাকাটি ঐতিহাসিকভাবেই সংঘর্ষপ্রবণ। নির্বাচন ঘনিয়ে আসায় সাধারণ মানুষের মধ্যে সহিংসতা নিয়ে এক ধরনের শঙ্কা ছিল। তবে সেনাবাহিনী ও পুলিশের এই যৌথ টহল এবং তৎপরতা শুরু হওয়ায় জনমনে স্বস্তি ও আস্থার সঞ্চার হয়েছে।”

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলু রহমান খাঁন জানান, নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপরাধী চক্র যেন মাথাচাড়া দিতে না পারে, সেজন্য সেনাবাহিনী ও পুলিশ নিরলসভাবে কাজ করছে। মানুষের মধ্য থেকে ভীতি দূর করতে এবং জনসচেতনতা বাড়াতে এই অভিযান অব্যাহত থাকবে।

সালথা ক্যাম্প কমান্ডার মেজর মুহাম্মদ সাফায়েত মাহমুদ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সালথার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ সন্ত্রাসী ও পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলবে। এছাড়া সুষ্ঠু নির্বাচন পরিচালনায় যারাই বাধা দেবে কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।”

নির্বাচন পর্যন্ত সালথা উপজেলার প্রতিটি প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে বলে যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর