Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে এক ব্যতিক্রমী ও সৃজনশীল জনসচেতনতামূলক প্রচারণা শুরু হয়েছে। নগরবাসীকে ভোটাধিকার এবং গণভোটের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে ‘ভোটের গাড়ি’ নামের একটি বিশেষ কার্যক্রমের মাধ্যমে গানে গানে এই প্রচারণা চালানো হচ্ছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (১৭ জানুয়ারি) মহানগরীর অঞ্চল-২ এর অন্তর্ভুক্ত পূবাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় ‘ভোটের গাড়ি’ নিয়ে এই প্রচারণা চালানো হয়। সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় সুসজ্জিত এই গাড়িতে ব্যানার, পোস্টার ও ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের পাশাপাশি সুর ও সংগীতের মাধ্যমে নাগরিক দায়িত্বের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, প্রচারণা চলাকালে পথচারী, ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল ও আগ্রহ সৃষ্টি হয়েছে। গানের তালে তালে সাধারণ মানুষকে ভোটের গুরুত্ব বোঝানো হচ্ছে। গাড়িতে থাকা বিভিন্ন ব্যানার ও স্লোগানে ‘পরিবর্তনের চাবি এবার আপনার হাতে’ এমন সব আহ্বানের পাশাপাশি গণভোট ২০২৬-কে কেন্দ্র করে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হচ্ছে।

প্রচারণা কার্যক্রমে অংশ নেওয়া গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির নাটক ও নাট্যকলা বিভাগের ইন্সট্রাক্টর খন্দকার রফিক বলেন, “গাজীপুর সিটি করপোরেশনের এই উদ্যোগকে আমরা জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে কারিগরি সহযোগিতা দিচ্ছি। মূলত গানের মাধ্যমে বার্তা দিলে তা মানুষের কাছে সহজে ও আনন্দদায়কভাবে পৌঁছে যায়। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানায়, ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের উদ্বুদ্ধ করতেই এই সৃজনশীল পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে নির্বাচন ও গণভোটের বিষয়গুলো সহজভাবে বুঝতে পারে, সেটাই এ আয়োজনের মূল লক্ষ্য।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের ভ্রাম্যমাণ ও সাংস্কৃতিক প্রচারণা মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

মানবকণ্ঠ/ডিআর