ফরিদপুরের সদরপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশু ও বৃদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের বাইশরশি, সদরপুর সদর ও নয়রশিসহ বিভিন্ন গ্রামে এ ঘটনা ঘটে। কুকুরের এমন আকস্মিক আক্রমণে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, সকালে একটি পাগলা কুকুর হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে এবং বিভিন্ন এলাকায় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর আক্রমণ চালায়। কুকুরের কামড়ে গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. সালাউদ্দিন জানান, “সকাল থেকে কুকুরের কামড়ে আহত হয়ে ৯ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। আমরা আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং জলাতঙ্ক প্রতিরোধী টিকা (ভ্যাকসিন) প্রদান করা হচ্ছে।”
এদিকে, একের পর এক কামড়ানোর ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জননিরাপত্তার স্বার্থে পাগলা কুকুরটিকে দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সব্যসাচী মজুমদার জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। কুকুরটিকে শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments