Image description

দিনাজপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাব-১৩।

রোববার (১৮ জানুয়ারি) ভোরে সদর উপজেলার দিনাজপুর শিক্ষা বোর্ড সংলগ্ন এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‍্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩’র সিপিসি-১-এর একটি আভিযানিক দল ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মূল গেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পাকা রাস্তার পশ্চিম পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বাজারের ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন এবং সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব সূত্র আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর