জুলাই গণঅভ্যুত্থানে শরিফ ওসমান হাদীর স্মরণে তাঁর নিজ জেলা ঝালকাঠিতে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জীবনীভিত্তিক প্রদর্শনী, ‘মার্চ ফর জাস্টিস’, স্মারক প্রবন্ধ উপস্থাপন ও স্মরণসভা।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে ‘ইনসাফ মঞ্চ’ ঝালকাঠি শাখার উদ্যোগে ‘মার্চ ফর জাস্টিস’ শীর্ষক একটি ভ্যান র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ইনসাফ মঞ্চের সদস্যরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা হাদী হত্যার বিচার ও ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এর আগে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ওসমান হাদীর জীবন ও কর্ম নিয়ে আয়োজিত এক প্রদর্শনীর উদ্বোধন করেন জুলাই শহীদ কামালের পরিবারের সদস্যরা। পরে সন্ধ্যায় একাডেমি মিলনায়তনে ‘হাদী সন্ধ্যা’ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে ওসমান হাদীর স্মৃতি চারণ করে স্মারক প্রবন্ধ পাঠ করা হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, ওসমান হাদীসহ জুলাই বিপ্লবের সকল হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। সমাজে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই ছিল শহীদদের স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
ঝালকাঠি ইনসাফ মঞ্চের আয়োজনে এই কর্মসূচিতে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments