কক্সবাজারের রামু উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে শ্রমিক লীগ নেতার হামলায় রেহেনা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খেদারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রেহেনা বেগম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ শাখা ছাত্রদলের সভাপতি এবং জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক ইয়াসিন আরাফাত ছোটনের মা।
স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই সূত্র ধরে সকালে বাকবিতণ্ডার একপর্যায়ে একই এলাকার ফরিদুল আলমের ছেলে ও খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি জহির আলম কালু এবং তার পরিবারের সদস্যরা ছোটনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে রেহেনা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেহেনা বেগমকে মৃত ঘোষণা করেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নারী নিহত হয়েছেন। অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কক্সবাজার শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক কানন বড়ুয়া বিশাল বলেন, “জুলাই অভ্যুত্থানের অগ্রসৈনিক ছোটনের মাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডে জড়িত শ্রমিক লীগ নেতাসহ প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করছি।”
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments