Image description

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বেসরকারি শিল্প কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে আসাদুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।

শনিবার (১ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাাড়া এলাকায় অবস্থিত ‘রশ্মি পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুল ইসলাম গাইবান্ধা জেলার বাসিন্দা ছিলেন। বিস্ফোরণে দগ্ধ অন্য শ্রমিকদের নাম তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে কারখানায় কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে কম্প্রেসারটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই আসাদুল ইসলামের মৃত্যু হয় এবং পাশে থাকা আরও তিন শ্রমিক মারাত্মকভাবে দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দগ্ধদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিস্ফোরণের খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। কারখানার ভেতরে কারিগরি ত্রুটি না কি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর