Image description

নীলফামারীর কিশোরগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে বাবা ও ছেলে।

রোববার (১৮ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার নিতাই ইউনিয়নের গাংবের এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল চলাকালীন এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নিতাই ইউনিয়নের গাংবের এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে জিয়ারুল হক ও তার ছেলে নজিবুল ইসলাম। অভিযানকালে তাদের কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২টি বাটন মোবাইল এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, রোববার রাতে নিয়মিত টহল দেওয়ার সময় নিতাই গাংবের এলাকার একটি সুপারি বাগানে কয়েকজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে সেনাবাহিনী তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য সরঞ্জামসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

কিশোরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে তাদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মানবকণ্ঠ/ডিআর