কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশিকালে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি শামীম ওসমানের ভাতিজা পলাতক আজমেরী ওসমানের অন্যতম ক্যাডার হিসেবে পরিচিত সোনারগাঁওয়ের বিএনপি নেতা মাসুম রানার আপন ভাতিজা শাকিল ওরফে যোয়াদ শাকিল ও তার সহযোগী চিশতী কুমিল্লায় চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশিকালে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় এই অভিযান চালায় হাইওয়ে পুলিশ। অভিযানের সময় তাদের দুজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৩) ও বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকার গোলজার হোসেনের ছেলে মোহাম্মদ চিশতী (৪২)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এশিয়া এয়ারকন নামে একটি বাসে তল্লাশি চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে সীমান্ত দিয়ে অস্ত্র এনে ঢাকায় নিয়ে যাচ্ছিল তারা।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ওই অস্ত্র কোথা থেকে এনেছে, কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




Comments