Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৭ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমনের কাছে তাঁরা প্রত্যাহারের আবেদন জমা দেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী মো. তারিকুল ইসলাম এবং খেলাফত মজলিসের প্রার্থী মুন্সী মোস্তাফিজুর রহমান তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জাতীয় পার্টির (জাপা) দুই প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস ও ফখরুল আহসান নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

সবচেয়ে আলোচিত বরিশাল-৫ (বরিশাল সিটি কর্পোরেশন ও সদর) আসন থেকে ৩ জন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। তাঁরা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, আমার বাংলাদেশ (এবি) পার্টির মো. তারিকুল ইসলাম এবং খেলাফত মজলিসের এ কে এম মাহবুব আলম।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল জানিয়েছেন, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এবং চরমোনাই পীরের প্রতি সম্মান জানিয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এই আসনে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের পক্ষে কাজ করার ঘোষণা দেন।

রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমন জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা স্বেচ্ছায় তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এখন প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।

বরিশাল জেলার ৬টি আসনে ৭ জন প্রার্থী সরে দাঁড়ানোয় এখন চূড়ান্তভাবে ৩৬ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মানবকণ্ঠ/ডিআর