মাদারীপুরে মাদক বিরোধী এক বিশেষ অভিযানে ৭ হাজার ৪১ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় বিপুল পরিমাণ মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি) রাত দেড়টার দিকে সদর উপজেলার চরমুগরিয়া এলাকার চরখাগদীতে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন- মাদারীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরখাগদী এলাকার মৃত মোশাররফ তালুকদারের ছেলে ও বাড়ির মালিক মো. আকতার তালুকদার (৪৭), একই এলাকার মৃত মোদারেস খানের ছেলে মো. সোহাগ খান (২৭) এবং মৃত মান্নান বেপারীর ছেলে মো. ইমন বেপারী (২৯)।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, আটক আকতার তালুকদার দীর্ঘদিন ধরে নিজ এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সরোয়ার ও লেফটেন্যান্ট রাশেদ-এর নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান এবং সদর মডেল থানা পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ বাহিনী গভীর রাতে আকতারের বাড়িতে অভিযান চালায়।
প্রায় সাড়ে তিন ঘণ্টা ব্যাপী এই অভিযানে আকতারের বসতঘরের আলমারি, বাড়ির ছাদসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৪১ পিস ইয়াবা, নগদ ৩ লাখ ২ হাজার ৮০ টাকা, ১০টি মোবাইল ফোন, একটি ব্যাংকের ক্রেডিট কার্ড ও মানিব্যাগ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের অপারেশন অফিসার ক্যাপ্টেন শাফিন সরোয়ার জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে অভিযানটি শেষ হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সদর মডেল থানা পুলিশের মাধ্যমে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে যৌথ বাহিনীর এমন নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মানবকণ্ঠ/ডিআর




Comments