পাবনার ঈশ্বরদীতে সড়ক পার হওয়ার সময় মায়ের চোখের সামনেই চলন্ত মালবাহী ট্রাকের নিচে পিষ্ট হয়ে মো. রাফি হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি উপজেলার কালিকাপুর আজমপাড়া এলাকার মো. হায়েত আলীর ছেলে। সে স্থানীয় কালিকাপুর কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু রাফি তার মায়ের সঙ্গে কালিকাপুর বাজারে কেনাকাটা করতে এসেছিল। সড়ক পার হওয়ার উদ্দেশ্যে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় হঠাৎ করে রাফি একাই দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করলে পাবনা থেকে ঈশ্বরদীগামী একটি দ্রুতগতির মালবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে ট্রাকের নিচে পড়ে পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চোখের সামনে সন্তানের এমন মৃত্যু দেখে মা কান্নায় ভেঙে পড়েন।
ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা চালকসহ ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করে। প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান বলেন, “শিশুটির মায়ের সামনেই ঘটনাটি ঘটেছে, যা অত্যন্ত হৃদয়বিদারক।”
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় যথাযথ প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments