কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ স্থলমাইনের অগ্রভাগ বা ‘চাপ প্লেট’ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
উখিয়া বিজিবির ৬৪ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘সীমান্ত এলাকা থেকে স্থলমাইনের চাপ প্লেটের মতো বেশ কয়েকটি অংশ পাওয়া গেছে। তবে উদ্ধার করা এসব অংশে কোনো বিস্ফোরক ছিল না। বিষয়টি আমরা গুরুত্বের সাথে খতিয়ে দেখছি এবং বিশেষজ্ঞদের সাথেও পরামর্শ করছি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে আনুমানিক ৫০ থেকে ৬০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামগুলো বর্তমানে হোয়াইক্যং বিজিবি ফাঁড়িতে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, একটি পূর্ণাঙ্গ স্থলমাইনের সাধারণত চারটি প্রধান অংশ থাকে। যার মধ্যে অগ্রভাগ বা চাপ প্লেটটিই উদ্ধার হয়েছে। এই চাপ প্লেট মূলত মাটির উপর বসানো থাকে, যা কোনো কিছুর চাপে পড়লে মাইনকে সক্রিয় করে তোলে। তবে বিস্ফোরক অংশ, ডিটোনেটর বা ফায়ারিং পিন এবং কেসিং ছাড়া শুধু চাপ প্লেট বিপজ্জনক নয়।
বিশেষজ্ঞদের মতে, একটি মাইনের বিধ্বংসী ক্ষমতা নির্ভর করে এর বিস্ফোরক ও ফায়ারিং মেকানিজমের ওপর। উদ্ধারকৃত চাপ প্লেটগুলোতে বিস্ফোরক না থাকলেও সীমান্তে এ ধরনের সরঞ্জামের উপস্থিতি উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিজিবি ও সেনাবাহিনী সীমান্তে কঠোর নজরদারি বজায় রেখেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments