Image description

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া পুলিশ ফাঁড়ির সামনে দ্রুতগতির পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে আলেয়া বেগম (৪৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আলেয়া বেগম খিলপাড়া ইউনিয়নের সানুখালী গ্রামের বক্সি বাড়ির মৃত শাহজাহানের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ব্যক্তিগত কাজে খিলপাড়া বাজারে যাচ্ছিলেন আলেয়া বেগম। খিলপাড়া পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাজারের উত্তেজিত জনতা ঘাতক পিকআপ ভ্যান ও এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক চালক মো. লিমন (২০) খিলপাড়া ইউনিয়নের খিরহাটি গ্রামের বদি বাড়ির জামাল হোসেনের ছেলে।

চাটখিল থানার পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক চালক ও পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় চাটখিল থানায় একটি সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর