Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান ৭৬টি দলীয় প্রার্থী ও ৪টি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন।

বুধবার(২১ জানুয়ারী) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি), জাসদ, বামদলসহ ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করা হয়।

প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়ার সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সাইফুল মালিক এবং জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমানসহ জেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান সাংবাদিকদের বলেন, কুমিল্লায় বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীসহ সর্বমোট ৮০টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়। কিছু আসনের প্রার্থীরা উপস্থিত থেকে তাদের প্রতীক গ্রহন করে থাকে। অন্যদিকে যে সকল প্রার্থী আসতে পারেননি সে ক্ষেত্রেও প্রার্থীদের পক্ষে প্রস্তাবকারী উপস্থিত থেকে তাদের প্রতীক গ্রহন করে থাকে। 

রিটানিং কর্মকর্তা আরো বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আজ বুধবার প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হলেও আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে প্রার্থীরা নির্বাচনী আচারণ বিধি মেনে প্রচারণার চালাবে। কোন প্রার্থী বা তার পক্ষে সমর্থনকারী ব্যক্তি আচারণ বিধি না মানলে অর্থ দন্ড, জেল কিংবা উভয় দন্ডে দন্ডিত হতে পারে। আগামীকাল ২২ জানুয়ারী থেকে নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ স্ট্র্যাকিং ফোর্স মাঠে থাকবে। 

আচরণবিধি লঙ্ঘন বা নির্বাচন কমিশনের নির্দেশনার বাইরে কোন কর্মকাণ্ডে জড়ালে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লার সংসদীয় আসন গুলোতে বিএনপি-জামায়াত প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।