Image description

পটুয়াখালীর মহিপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতা।

বুধবার (২১ জানুয়ারি) রাতে মো. দ্বীন ইসলাম শুভ নামের ওই নেতা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে এই পদত্যাগের ঘোষণা দেন।

মো. দ্বীন ইসলাম শুভ মহিপুর থানার ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এবং মহিপুর সদর ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল (অর্থ) সম্পাদকের দায়িত্বে ছিলেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর ইসলামি হুকুমত প্রতিষ্ঠার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে বর্তমানে দলীয় কার্যক্রম ও বার্তার মধ্যে ইসলামি হুকুমত প্রতিষ্ঠার প্রশ্নে আন্তরিকতার অভাব রয়েছে বলে তিনি মনে করেন। বিষয়টি তার ব্যক্তিগত আদর্শ ও নৈতিক অবস্থানের পরিপন্থী হওয়ায় তিনি দল থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে ন্যায় ও সত্যের পক্ষে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ বিষয়ে মহিপুর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. তোফাজ্জল সিপাহি বলেন, “৫ আগস্টের পর অনেকেই আমাদের দলে যুক্ত হয়েছেন, শুভও তাদের একজন। তাকে প্রথমে ইউনিয়ন বাইতুল মাল এবং পরে ৭ নং ওয়ার্ডের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তার দায়িত্ব পালনে কিছু ত্রুটি-বিচ্যুতি ছিল। কেন তিনি পদত্যাগ করেছেন, সে বিষয়ে আমরা এখনো বিস্তারিত জানি না।”

ফেসবুকে দেওয়া এই পদত্যাগের ঘোষণা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর