ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় ওই আসনে বিএনপির সরাসরি কোনো প্রার্থী থাকছে না। ফলে জোটগত সিদ্ধান্ত অনুযায়ী গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন বিএনপি জোটের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে জসিম উদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপি জোটের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এই আসনে প্রার্থী হিসেবে মাঠে থাকছেন।
এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, কুমিল্লা-৪ আসনে জোটগতভাবে জসিম উদ্দিনই বিএনপি জোটের প্রার্থী। তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টেও উল্লেখ করেন, বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় এখন জোটের প্রার্থী হিসেবে জসিম উদ্দিন নির্বাচনে অংশ নেবেন।
তবে আসনটির বিএনপি নেতাকর্মীদের দাবি, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থিতা ফিরে পেতে পারেন। জানা গেছে, আগামী সোমবার তার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এই আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ মোট পাঁচজন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
ইতোমধ্যে শুক্রবার সকাল থেকেই জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনসহ অন্যান্য প্রার্থীরা এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments