বঙ্গোপসাগরের সাগরদ্বীপ এলাকা থেকে ভারতীয় কোস্ট গার্ডের সহায়তায় উদ্ধার হওয়া বাংলাদেশি জেলে আব্দুল মান্নানকে (২২) তার পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
উদ্ধারকৃত জেলে আব্দুল মান্নান কক্সবাজারের মহেশখালী এলাকার বাসিন্দা। কোস্ট গার্ড জানায়, সমুদ্রে মাছ ধরতে গিয়ে তিনি অসাবধানতাবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় অংশে প্রবেশ করেন। সেখান থেকে তাকে উদ্ধার করে ভারতীয় কোস্ট গার্ড। পরবর্তীতে মানবিক বিবেচনায় ও দুই দেশের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে তাকে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
উদ্ধারকৃত জেলেকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা পদ্মা’র মাধ্যমে প্রথমে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় আনা হয়। এরপর গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড বেইস মোংলা হয়ে শরণখোলা থানা পুলিশের সহায়তায় তাকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, "এই উদ্ধার ও হস্তান্তরের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের কোস্ট গার্ডের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের এক অনন্য দৃষ্টান্ত ফুটে উঠেছে।"
নিখোঁজ ছেলেকে ফিরে পেয়ে আব্দুল মান্নানের পরিবার কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments