Image description

ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, জিরা, গরু ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত দুই দিনে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য আটক করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাটের পূর্ব গোবরাকুড়া এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়। অভিযানে ভারত থেকে অবৈধভাবে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ কসমেটিকস ও জিরা জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে বেটনোভেট ক্রিম, নেভিয়া সফট ক্রিম, পন্ডস ফেসওয়াশ, পারফিউম, জনসন বেবি লোশন এবং জিরা। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ২৩ হাজার টাকা।

একই সময়ে ৩৯ বিজিবির অধীনে থাকা শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকেও চোরাচালানি পণ্য জব্দ করা হয়। নালিতাবাড়ী থেকে ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৪টি ভারতীয় গরু এবং ঝিনাইগাতী সীমান্ত থেকে ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ আটক করা হয়।

বিজিবি জানায়, সব মিলিয়ে হালুয়াঘাট ও শেরপুর সীমান্ত থেকে গত দুই দিনে মোট ১৯ লাখ ৬৫ হাজার টাকার চোরাচালানি সামগ্রী জব্দ করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবং চোরাকারবারীদের রুখতে বিজিবির ২৪ ঘণ্টার বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর