মোহনগঞ্জে উৎসাহ উদ্দীপনায় নেতাকর্মীদের সাথে লুৎফুজ্জামান বাবরের মতবিনিময়
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোহনগঞ্জের বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে সাথে দিনব্যাপি মতবিনিময় সভা করেছেন লুৎফুজ্জামান বাবর।
শনিবার সকাল ১০ টা হতে বিকেল পর্যন্ত নয়টি দলীয় অঙ্গ অসহযোগী সংগঠনের নেতা-কর্মীদে সাথে পৃথক পৃথক ভাবে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মোহনগঞ্জ মহিলা কলেজ রোডে মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাব সংলগ্ন বিএনপির নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পৃথকভাবে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন, লুৎফুজ্জামান বাবর।
মতবিনিময় অংশ গ্রহণ করেন, মোহনগঞ্জ পৌর ওয়ার্ড বিএনপি, ইউনিয়ন বিএনপির সুপার পাইভ, উপজেলা ও পৌর যুবদল, উপজেলা, পৌর, কলেজ ছাত্র দল, উপজেলা, পৌর সেচ্ছাসেবক দল, উপজেলা, পৌর মহিলা দল, উপজেলা, পৌর কৃষক দল, উপজেলা, পৌর শ্রমিক দল, উপজেলা, পৌর উলামা দল, উপজেলা, পৌর তাঁতিদল, জাসাস।




Comments