Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনের জন্য পোস্টাল ব্যালট বক্স বদ্ধকরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। 

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে স্বচ্ছ পোস্টাল ব্যালট বক্সগুলো সিলগালা করা হয়।

দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরে আলম সিদ্দিকী, জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমানসহ নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা এ প্রক্রিয়ার সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার ছয়টি সংসদীয় আসনের জন্য মোট ৫০টি স্বচ্ছ পোস্টাল ব্যালট বক্স সকলের উপস্থিতিতে পরীক্ষা-নিরীক্ষা শেষে সিলগালা করা হয়।

এ সময় জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, "দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনের মোট ২২ হাজার ৩৪৯ জন ভোটার দেশের বিভিন্ন স্থানে কর্মরত অথবা প্রবাসে অবস্থান করছেন। এসব ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ডাকযোগে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রাপ্ত ব্যালটগুলো নির্ধারিত খামসহ এই বিশেষ ব্যালট বক্সে সংরক্ষণ করা হবে।"

তিনি আরও জানান, ভোটগ্রহণের দিন অন্যান্য সাধারণ ব্যালটের মতোই এই পোস্টাল ব্যালট বক্সগুলো প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে খোলা হবে। প্রতিটি ভোট গণনা শেষে তা মূল ফলাফলের সঙ্গে যুক্ত করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর