Image description

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ধানের শীষের প্রার্থী ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, “দীর্ঘ ১৭ বছর পর আপনাদের সামনে ভোট প্রদানের সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগান। আপনাদের মূল্যবান ভোটে ধানের শীষ বিজয়ী হলে তা হবে সাধারণ জনগণের বিজয়। বিএনপি ক্ষমতায় গেলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন অবশ্যই বাস্তবায়িত হবে।”

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়নের পীরের বাজারে নির্বাচনী প্রতীক বরাদ্দের পর ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে আয়োজিত প্রথম জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাহসিনা রুশদীর লুনা আবেগঘন কণ্ঠে বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আপনাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে গুম করে দীর্ঘ ১৭ বছর এই এলাকার উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। তার জনপ্রিয়তা এবং ফ্যাসিবাদ কায়েমের পথ সুগম করতেই তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। আমরা আজও তাঁর প্রতীক্ষায় আছি। আমি তাঁর স্ত্রী হিসেবে আপনাদের পাশে থাকতে এবং ইলিয়াস আলীর অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে ধানের শীষ নিয়ে এসেছি।” তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

দশঘর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. শিহাব আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. ইমাম উদ্দিন ইমামের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন—বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা আজিম উদ্দিন আজিম, তোফাজ্জল আলম তোফায়েল, আব্দুল কুদ্দুস এবং দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খাঁন।

সভায় আরও বক্তব্য রাখেন—উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শেখ আরিফ আলী, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তজমুল আলী, হিফজুর রহমান, যুবদলের সভাপতি ফয়জুল হক, কৃষকদলের সভাপতি মামুনুর রশীদ, ছাত্রদল নেতা আলী আহমদ, সাকিল আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল হক প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—জমিয়ত উলামায়ে ইসলামের ইউনিয়ন সভাপতি মাওলানা জয়নুল আবেদীন, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জাকির চৌধুরী, বিএনপি নেতা শাহিদ আলী, নুর উদ্দিন, মতিন মেম্বার, তখদ্দুছ আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় এবং প্রবাসী নেতৃবৃন্দ।

মানবকণ্ঠ/ডিআর