ফরিদপুরের মধুখালীতে একটি অবৈধ দেশীয় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে একটি সিঙ্গেল ব্যারেল পাইপগান, একটি কার্তুজ এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের জাননগর গ্রামে (পঞ্চপল্লী এলাকা) এই যৌথ অভিযান পরিচালিত হয়। আটককৃত ব্যক্তির নাম বাদল সরকার (৫২)। তিনি ওই গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে।
মধুখালী সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, জাননগর গ্রামে বাদল সরকার তাঁর নিজস্ব ওয়ার্কশপ বা কামারশালায় নিয়মিতভাবে অবৈধ দেশীয় আগ্নেয়াস্ত্র প্রস্তুত ও সরবরাহ করে আসছিলেন—এমন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। তাঁর তৈরি অস্ত্র দিয়ে ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা চাঁদাবাজি, ডাকাতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করত বলে অভিযোগ রয়েছে। নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা সম্প্রতি তাঁর কাছে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির অর্ডার দিয়েছিল।
এই তথ্যের ভিত্তিতে মধুখালী সেনাক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং মধুখালী থানা পুলিশ যৌথভাবে বাদল সরকারের বসতবাড়িতে অভিযান চালায়। তল্লাশিকালে তাঁর হেফাজত থেকে ১টি সিঙ্গেল ব্যারেল পাইপগান, ১টি ১২ গেজ কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, ২টি হ্যামার, ১টি ড্রিল মেশিন, ১টি প্লায়ার্স, ১টি ব্লোয়ার, ১টি হ্যাকসোসহ অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, বাদল সরকারের বিরুদ্ধে এর আগেও অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আটককৃত আসামিকে এবং উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি আইনগত প্রক্রিয়ায় মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট অস্ত্র নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সম্ভাব্য ক্রেতা ও সহযোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
মধুখালী সেনাক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে। অপরাধ দমনে প্রয়োজনীয় তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহায়তা করার জন্য সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments