জুড়ীতে সরকারি জমি দখল করে নির্মিত চারতলা ভবন গুঁড়িয়ে দিল প্রশাসন
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দীর্ঘদিনের দখল করা সরকারি জমি উদ্ধার করতে একটি চারতলা ভবন উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার একটি গুরুত্বপূর্ণ সরকারি জমি (যা মৃত হিলাড়ী মিয়ার নামে রেকর্ডভুক্ত) দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। শুধু দখলই নয়, সেখানে আইন অমান্য করে একটি চারতলা ভবন নির্মাণ করা হয়। বিষয়টি নজরে আসার পর ভূমি অফিস ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দখলদারদের একাধিকবার নোটিশ প্রদান করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা স্বেচ্ছায় অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় প্রশাসন এই উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেয়।
শনিবার সকালে জেলা প্রশাসনের নেতৃত্বে পুলিশ ও প্রশাসনের একটি দল ভারি যন্ত্রপাতিসহ ঘটনাস্থলে পৌঁছে উচ্ছেদ কার্যক্রম শুরু করে। অভিযানে চারতলা ভবনটি সম্পূর্ণ ভেঙে সরকারি জমি দখলমুক্ত করা হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অভিযান শেষে উদ্ধারকৃত জমি প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়ে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। আইন অমান্য করে কেউ সরকারি জমি দখল করলে বা স্থাপনা নির্মাণ করলে তাদের বিরুদ্ধে নিয়মিতভাবে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
এদিকে দীর্ঘদিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তারা জানান, সরকারি জমি দখলের কারণে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও জনস্বার্থ বিঘ্নিত হচ্ছিল। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপের ফলে এলাকায় জনস্বার্থ রক্ষা হবে বলে তারা আশা প্রকাশ করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments