Image description

যশোরের অভয়নগর থেকে নিখোঁজ হওয়ার সাত দিন পার হলেও সন্ধান মেলেনি মানসিক প্রতিবন্ধী যুবক আবু তালহার (১৮)। গত ১৭ জানুয়ারি (শনিবার) সকালে তিনি নিখোঁজ হন। ছেলেকে ফিরে পেতে অভয়নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর মা রিজিয়া বেগম।

নিখোঁজ আবু তালহা খুলনার ফুলতলা উপজেলার গিলাতলা ইউনিয়নের গিলাতলা গ্রামের রশিদ শেখের ছেলে। গত দুই মাস ধরে তিনি অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ায় বোন ও ভগ্নিপতি আনুরুল শেখের বাড়িতে বসবাস করছিলেন।

আবু তালহার মা রিজিয়া বেগম জানান, গত শনিবার সকালে ভগ্নিপতির বাড়ির সামনে থেকেই আবু তালহা নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তিনি অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৪৪২) করেন।

ছেলের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা রিজিয়া বেগম। তিনি বলেন, ‘আমার ছেলেটা মানসিক প্রতিবন্ধী। সে ঠিকমতো কথা বলতে পারে না, কেউ লোকমা তুলে খাইয়ে না দিলে খেতেও পারে না। সাত দিন হয়ে গেল ছেলেটা কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। আল্লাহ যেন তাকে আমার কোলে ফিরিয়ে দেন।’

পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার সময় আবু তালহার পরনে ছিল কালো রঙের সোয়েটার, টুপি ও ট্রাউজার। তাঁর গায়ের রঙ শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার এবং মাথায় কালো চুল রয়েছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি আবু তালহার সন্ধান পান, তবে নিকটস্থ থানা অথবা ০১৯১৩-৭১৪০৫৬, ০১৯৪২-৫১১৮২৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘আবু তালহা নামের এক প্রতিবন্ধী যুবকের নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় জিডি করা হয়েছে। তাঁর সন্ধানে পুলিশ সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করেছে এবং আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।’

মানবকণ্ঠ/ডিআর