Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের সমর্থনে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে ব্যাপক জনসমাগম হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত এই সমাবেশ একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরএস সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান, জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া-পেকুয়া নির্বাচনী এলাকার আসন পরিচালক আক্তার আহমেদ এবং কক্সবাজার জেলা ছাত্রশিবির সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা।

এছাড়াও বক্তব্য রাখেন—উপজেলা আমীর মাওলানা আবুল বশর, পৌর আমীর আরিফুল কবির, মাতামুহুরি আমীর ফরিদুল আলম, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন এবং চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বাদে আসর একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি চকরিয়া পৌর বাস টার্মিনাল থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জিদ্দাবাজার এলাকায় গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান বলেন, “সাম্য, মানবিকতা ও ইনসাফভিত্তিক একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুককে বিজয়ী করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন বাংলাদেশে ‘জুলাই জাতীয় সনদ’কে সাংবিধানিক রূপ দিতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে আপনাদের সমর্থন জানান।”

প্রধান বক্তা নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশের ছাত্র-জনতা আজ জেগে উঠেছে। অতীতে চকরিয়া-পেকুয়াবাসী যে দুঃশাসন দেখেছে, তার অবসান ঘটাতে হবে। জামায়াতে ইসলামী সরকার পরিচালনার সুযোগ পেলে দুর্নীতি দমনে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে।”

বক্তারা নির্বাচনী প্রচারণা জোরদার করতে পাড়া-মহল্লায় গণজাগরণ সৃষ্টি এবং জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। সমাবেশে চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ মিছিল সহকারে যোগ দেন।

মানবকণ্ঠ/ডিআর