Image description

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ ইশমামুল হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয়ের মাধ্যমেই কেবল শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ায় শহীদ ইশমামুল হকের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। 

কবর জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে আসিফ মাহমুদ বলেন, “ইশমামুল হকসহ যারা এ দেশের জন্য জীবন দিয়েছেন, তাঁদের স্বপ্ন বাস্তবায়নের মাহেন্দ্রক্ষণ এখন। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলেই রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কার ও একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, সংস্কার, সুশাসন ও দেশের সার্বভৌমত্ব সুরক্ষার লক্ষ্যেই এনসিপি দেশব্যাপী ১১ দিনব্যাপী পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণার পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষেও জনসমর্থন চাওয়া হচ্ছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জুবায়ের হাসান আরিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা রফিক দিদার, ডা. আক্তার আহমদ এবং এনসিপির লোহাগাড়া উপজেলা প্রধান সমন্বয়কারী জহির উদ্দীনসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী।

মানবকণ্ঠ/ডিআর