Image description

নেত্রকোনা–৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সহধর্মিণী তাহমিনা জামান শ্রাবণী নির্বাচনী প্রচারণায় মুখর করে তুলেছেন খালিয়াজুরী উপজেলা। 

প্রতিদিনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৬ জানুয়ারি) তিনি উপজেলার বিভিন্ন গ্রাম, বাজার ও ইউনিয়নে বিশাল গণসংযোগ ও পথসভা করেন।

সকাল থেকেই খালিয়াজুরীর বিভিন্ন এলাকায় শুরু হওয়া এই পথসভাগুলোতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। কর্মসূচিতে তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন বিএনপি নেতা মির্জা হায়দার, খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতারা। প্রতিটি পথসভায় তাঁরা স্থানীয় ভোটারদের মাঝে ধানের শীষের বার্তা পৌঁছে দেন।

পথসভাগুলোতে বিপুল সংখ্যক নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ ও নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

বক্তব্যে তাহমিনা জামান শ্রাবণী বলেন, “ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনাব লুৎফুজ্জামান বাবরকে বিজয়ী করলে তিনি জাতীয় সংসদে গিয়ে এই হাওর অঞ্চলের সার্বিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করবেন। জনগণের সকল মৌলিক ও সেবামূলক অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

তিনি ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, “কোনো ধরনের ভয়ভীতি, হুমকি বা চাপ উপেক্ষা করে আপনাদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে হবে। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্র পুনরুদ্ধারে শরিক হতে হবে।”

দুপুরে খালিয়াজুরী উপজেলা কৃষক দলের সভাপতির বাড়িতে মধ্যাহ্নভোজ শেষে তিনি পুনরায় বিভিন্ন গ্রাম ও ইউনিয়নে গণসংযোগ অব্যাহত রাখেন। সাধারণ মানুষের এমন ভালোবাসা ও উৎসাহ দেখে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন।

মানবকণ্ঠ/ডিআর