ধানের শীর্ষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের আগৈলঝাড়ায় গনসংযোগ
বরিশাল-১ আসনের ধানের শীর্ষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর থেকে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কুমারভাঙ্গা, মৃধা মার্কেট, গুপ্তেরহাট, রামের বাজারসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথসভা করেন।
গনসংযোগ ও পথসভায় ধানের শীর্ষের পক্ষে ভোট চান বিএনপি’র প্রার্থীসহ নেতা-কর্মীরা। এসময় প্রার্থী নিজেই এলাকার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক শিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, যুগ্ন-আহবায়ক সরোয়ার হোসেন মিয়া, শাহ মোহাম্মাদ বখতিয়ার, আবুল মোল্লা, ইউনিয়ন বিএনপি’র আহবায়ক এনায়েত হোসেন মনু, সরল মোল্লা প্রমুখ।




Comments