Image description

নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইনে ক্যাসিনো জুয়া খেলার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন— উপজেলার নিতাই ইউনিয়নের গাংবের এলাকার রাকিব (১৮), নুর হোসেন (৩৫), রিজু ইসলাম রাতুল (২২), শাহিন (২৪), আজিজুল (২৩) ও মানিক মিয়া (২৮)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে ক্যাসিনো জুয়া খেলে আসছিলেন। রোববার (২৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানা পুলিশ নিতাই ইউনিয়নের গাংবের এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জুয়া খেলারত অবস্থায় ওই ছয়জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জন অনলাইন জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মানবকণ্ঠ/ডিআর